মেজিয়ার তারাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল বাঁকুড়া সদর মহকুমার প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া সদর মহকুমার প্রাথমিক বিদ্যালয়,নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ মেজিয়া ব্লকের তারাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল।
পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, শালতোড়ার বিধায়ক স্বপন বাউরী প্রমুখ।
সদর মহকুমার ১৮ টি চক্রের ছাত্র,ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
এই মহকুমা স্তরের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা পরবর্তী ধাপে জেলার ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। তার পর জেলা থেকে পৌঁছবে রাজ্য প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতায়।
#দেখুন ভিডিও।[embed]