প্লাসটিক মুক্ত পরিবেশ গড়ার সচেতনতায় পদযাত্রা ও ম্যারাথন দৌড়েে সামিল হলেন কলেজ মাঠের প্রাতঃভ্রমণকারীরা।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কাক ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়াটা তাদের রোজ নামচা।তবে আজকের সকালটা তারা একটু ভিন্ন ভাবে কাটালেন!
শহরের কলেজ মাঠের এই প্রাতঃভ্রমণকারীদের দল শহর থেকে গ্রামে প্লাসটিক বর্জন করে নির্মল পরিবেশ গড়তে সচেতনতার বার্তা দিতে সামিল হলেন ম্যারাথন দৌড়ে।
এই দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা।
ম্যারাথন দৌড়ের পাশাপাশি এক পদযাত্রাও এদিন শহর পরিক্রমা করে। বাঁকুড়ার কলেজ মোড় থেকে ম্যারাথন শুরু হয়। শেষ হয় শুশুনিয়া পাহাড়ে।
প্রাতঃভ্রমণকারী সঞ্জীব সরকার,তুষার চৌধুরীরা জানান এবার থেকে প্রতিবছর এই ম্যারাথন দৌড়ের আয়োজন করবেন তারা।
#দেখুন ভিডিও।[embed]