ব্রেকিং নিউজ

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে খেলার পাঠ দেবেন প্রশিক্ষিত শিক্ষকরা, জানালেন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে খেলার পাঠ দেবেন প্রশিক্ষিত শিক্ষকরা, জানালেন রিঙ্কু বন্দ্যোপাধ্যায়।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও নুতন শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্কুল পড়ুয়াদের খেলায় পারদর্শীতা বাড়ানোর জন্য প্রতি স্কুলে বিশেষ প্রশিক্ষিত শিক্ষক বা শিক্ষিকা রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর জন্য জেলা থেকে রিসোর্স পার্সন হিসেবে একগুচ্ছ শিক্ষক কলকাতায় প্রশিক্ষণ নিচ্ছেন। তারা জেলায় ফিরে স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। তার পর স্কুলে,স্কুলে ওই প্রশিক্ষিত শিক্ষক বা শিক্ষিকা পড়ুয়াদের খেলা শেখাবেন। আজ বাঁকুড়া সদর পূর্ব চক্রের প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে একথা ঘোষনা করবেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ার পার্সন ডঃ রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। রিঙ্কু দেবী বলেন,এবার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা প্রতি স্কুলে রুটিন বানিয়ে খেলার জন্য নির্দিষ্ট পিরিয়ডে পড়ুয়াদের খেলার তালিম দেবেন। এর ফলে শিশুরা আনন্দের সাথে খেলায় যেমন অংশ নেবে, তেমনি তাদের খেলার মানও বাড়বে।নুতন শিক্ষাবর্ষ থেকেই জেলা জুড়ে প্রতি স্কুলেই এই খেলা ধূলার ক্লাস নিয়মিত চলবে বলেও জানান শ্রীমতী বন্দোপাধ্যায়। এজন্য,প্রতি স্কুল থেকে শিক্ষক বা শিক্ষিকাদের বাছাই করে প্রশিক্ষণ দেওয়ার কাজও জেলা জুড়ে শীঘ্রই শুরু হবে বলেও জানান তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/kotulpur-mysteriously-burned-to-death-a-housewife-the-father-of-the-housewife-has-filed-murder-case/img-20191114-wa0028/" rel="attachment wp-att-7099">

Next Story