Home > ব্রেকিং নিউজ > ধলডাঙ্গায় জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে উদ্ধার অ্যসিড দগ্ধ, অর্ধনগ্ন যুবতীর মৃতদেহ।
ধলডাঙ্গায় জাতীয় সড়কের পাশে নয়নজুলি থেকে উদ্ধার অ্যসিড দগ্ধ, অর্ধনগ্ন যুবতীর মৃতদেহ।
BY Bankura 24x726 April 2019 7:54 PM IST
X
Bankura 24x726 April 2019 7:54 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ষাট নাম্বার জাতীয় সড়কের ধলডাঙ্গায় ইটভাটা লাগোয়া নয়নজুলি থেকে উদ্ধার হল এক যুবতীর অ্যাসিডে দগ্ধ, অর্ধনগ্ন মৃতদেহ। আজ এই ঘটনায় এলাকায় চাঞল্য ছড়ায়। যদিও এখনও মৃতার নাম,পরিচয় জানা যায়নি। মুখমন্ডল ও বক্ষদেশ অ্যাসিডে ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে, মুখ দেখে চেনারও উপায় নেই!মৃতার গলার কাছে আঘাতের চিহ্ণও মিলেছে । পরনে অন্তর্বাস ছাড়া কিছু ছিল না। বাঁকুড়া সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story