আসামের তিনসুকিয়ায় ৫ বাঙ্গালী হত্যার ঘটনায়, বিজেপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবীতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আসামের তিনসুকিয়ায় ৫ বাঙ্গালী হত্যার প্রতিবাদে বাঁকুড়ায় পথে হেঁটে প্রতিবাদী মহা মহা মিছিলে হাঁটলেন তৃণমুল যুব নেতা ও সাংসদ অভিষক বন্দ্যোপাধ্যায়।
প্রতিবাদী মহা মিছিলের পর, মাচানতলা ট্যাক্সি স্ট্যান্ডে প্রতিবাদী সভায় আসামে বাঙ্গালী হত্যার জন্য সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বিজেপিকে হাতজোড় করে ক্ষমা না চাইলে বিজেপির নেতাদের প্যাকেটে ভরে পার্সেল করে দেওয়ার হুমকী দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি, তিনি বিজেপির ধমক,চমকের প্রসঙ্গ টেনে বলেন তৃণমূল হিংসার রাজনীতি, ভাঙ্গাচোরার রাজনীতি করেনা, তবুও যদি বিজেপি বাঙ্গলায় রথ বের করে, অশান্তি ছড়াতে চায় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার অনুমতি দিলে, বিজেপির রাথের দড়িও,চাকা কিছুই থাকবেনা, আর বাংলায় বিজেপির "বি" থাকবেনা,দিলীপের "দ" থাকবেনা। সব প্যাকেট বন্দি করে দেওয়া হবে বলেও হুমকী দেন তৃণমূলের সর্ব ভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, আসামের গন হত্যা সিঙ্গুর,নেতাইয়ের গণ হত্যাকেও হার মানিয়েছে।
#দেখুন ভিডিও।[embed]