হাসপাতালের আউটডোরে ঘুরে বেড়াচ্ছে সারমেয় ! উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ !
#অভাব অভিযোগ পাড়ায়, পাড়ায় : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে কুকুরের দল।
ডাক্তারের চেম্বারের মধ্যেও মাঝে,মাঝে উঁকি মারছে উৎসাহী কোন সারমেয়!
তাতে অবশ্য কি ডাক্তার,কি নিরাপত্তা রক্ষী বা হাসপাতাল কর্মী, কারও কোনো হেলদোল নেই। ফলে ঘন্টার পর ঘন্টা হেলে, দুলে হাসপাতালের আউটডোরের মধ্যেই কাটিয়ে দিচ্ছে সারমেয়রা!
চিকিৎসা করাতে আসা রোগীরা এই কুকুরের দাপাদাপিতে আতঙ্কেও রয়েছেন। পাশাপাশি কুকুরের গায়ে,ও পায়ে লেগে থাকা নোংরা থেকে রোগ জীবানু ঝড়ানোরও আশঙ্কা রয়েছে যোলোআনা!
আমি, রাইপুর থেকে আউটডোরে রোগীর চিকিৎসা করাতে এসে, এই পরিস্থিতি দেখে আবাক হলাম। হাসপাতালের কর্নীদের সমস্যাটি নজরে আনলেও, কাজের কাজ কিছুই হয়নি।
তাই, আপনাদের বহুল প্রচারিত সংবাদ পোর্টালের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য হাসপাতাল সুপার, জেলাশাসক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি।
#রঞ্জিৎ গরাই, রাইপুর, বাঁকুড়া।
#দেখুন ভিডিও :-
[video width="320" height="592" mp4="http://bankura24x7.com/wp-content/uploads/2018/09/YouCut_20180916_102704900.mp4"][/video]