ব্রেকিং নিউজ

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জুড়ে পালিত হল দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। #দেখুন ভিডিও।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জুড়ে পালিত হল দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবস। #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলা জুড়ে দেশের ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল মহা সমারোহে।

জেলার কেন্দ্রীয় কুচকাওয়াজের আয়োজন করা হয় বাঁকুড়া স্টেডিয়ামে।

জেলা শাসক ডাঃউমাশঙ্কর এস জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলা পুলিশ,এনসিসি,বিভিন্ন স্কুল,কলেজ ও সংগঠন এবংসরকারি দপ্তর এই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেনন জেলাশাসক উমাশঙ্কর এস ও পুলিশ সুপার কোটেশ্বর রাও। নিরাপত্তাকর্মীদের অভি প্রদর্শনী সবার নজর কাড়ে।

পাশাপাশি ছিল মন কাড়া ট্যাবেলোর পসরাও।আর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। জেলার সদর শহরের পাশাপাশি,বিষ্ণুপুর ও খাতড়া মহকুমাতেও প্রশাসনের পক্ষ থেকে আজকের দিনটি উৎযাপিত করা হয়।

এছাড়া, সারা জেলায় সকাল থেকে,প্রভাতফেরী, রক্তদান,বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল দিনভর।

সদর শহর থেকে জেলার প্রত্যন্ত গ্রামেও আজকের দিনটি পালন করা হয়। স্কুল,কলেজ,অফিস আদালত এবং সরকারি,বেসরকারি অফিসেও তোলা হয় তেরঙ্গা পতাকা।

#দেখুন ভিডিও।[embed]

Next Story