কাটমানি মুক্ত পুরবোর্ড গড়ার অঙ্গীকারকে হাতিয়ার করে শহরে পুরভোটের প্রচারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া পুরসভায় রবিবাসরীয় ভোট প্রচারে শহরের তিনটি ওয়ার্ড চষে বেড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এদিন,তিনি বাঁকুড়া পুরসভার চার নাম্বার ওয়ার্ডের বিজেপি প্রার্থী মধু দাস,ছয় নাম্বার ওয়ার্ডের বিজেপি প্রার্থী সোমনাথ মাঝি এবং ২০ নাম্বার ওয়ার্ডের বিজেপি প্রার্থী উজ্জ্বল মন্ডলের সমর্থনে পাড়ায়,পাড়ায় প্রচার সারেন।লালবাজার মোড় থেকে প্রচার শুরু করেন সুভাষ বাবু। তার দাবী ভোট প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছেন। তিনি বলেন দুর্নীতি মুক্ত পুর প্রশাসন গড়া এবং কাটমানি মুক্ত কাউন্সিলর শহরবাসীকে উপহার দেওয়ার অঙ্গীকার করছে বিজেপি।কাটমানির কাউন্সিলার এই প্রথা ভেঙ্গে ফেলতেই বিজেপি এজেবারে স্বচ্ছ নুতন প্রজন্মের যুবদের প্রার্থী করেছে।ফলে মানুষ বিজেপিকেই সমর্থন করবেন এবং এবার বিজেপি বাঁকুড়া পুরসভা দখল করবে বলেও দাবী করেন।
প্রসঙ্গত,গত বিধানসভার ভোটে বাঁকুড়া শহরের হাতেগোনা দুটি ওয়ার্ড বাদ দিলে বাকি সবগুলোতেই তৃণমূল কংগ্রেসের থেকে ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি।সেই অঙ্কের হিসেবের সুত্র ধরেই বাঁকুড়া পুরসভা দখলের দাবী করছেন কেন্দ্রীয় মন্ত্রী।যদিও তৃণমূলের বিভিন্ন ওয়ার্ডের ভোট কুশলীদের দাবী,বিধানসভায় প্রথম ফেজে ভোট হওয়ায় সেই সময় বাঁকুড়ায় কিছুটা বিজেপি হাওয়া কাজ করলেও পরের ফেজ গুলিতে মানুষ বিজেপি বিমুখ হয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখায় তৃণমূল ফের নবান্ন দখল করে।এরপর থেকে রাজ্যে বিজেপির জন প্রিয়তার গ্রাফ নিম্নমুখী। আর সেই ট্রাডিশন বাঁকুড়া শহরেও পুরভোটে বজায় থাকবে। ফলে এবারও বাঁকুড়া পুরসভা থাকবে তৃণমূলের দখলেই।
এখন দেখার ভোট মেশিনে কোন দলের পক্ষে বেশী সমর্থন মেলে? তার ওপরেই নির্ভর করছে বাঁকুড়া পুর বোর্ডের ভবিষ্যৎ।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇