জয় প্রকাশের মতো আরও তিন,চার বিজেপি নেতা তৃণমূল মুখী!বাঁকুড়ায় এসে ঈঙ্গিত দিলেন লকেট।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জয় প্রকাশ মজুমদারের পথে হেঁটে তৃণমূল কংগ্রেসে ভীড়তে পারেন বিজেপির আরও তিন, চার জন প্রথম শ্রেণীর বিজেপি নেতা! এমনই ইঙ্গিত দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বাঁকুড়ার প্রয়াত প্রবীণ বিজেপি নেতা গুণময় চট্টোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এদিন প্রয়াত নেতার বাসভবনে গিয়ছিলেন বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়,বিজেপি নেতা সায়ন্তন বসু,রাজু বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার প্রমুখ। এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জয় প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদান সম্পর্কে সাংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন যে আর কদিনের মধ্যেই তিন থেকে চার জন প্রথম শ্রেণীর নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ভীড়তে পারেন।
সেই খবর দলের কাছে আছে। এবং দল থেকে এই বিভীষণরা যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই দলের মঙ্গল বলে মন্তব্যও করেন তিনি। হুগলীর এই বিজেপি সাংসদ এদিন বাঁকুড়ায় বলেন, আরও তিন-চারটে জয়প্রকাশ দলের ভেতরে আছে। তারা যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল। দলের ভিতরে এমন অনেক জয়প্রকাশ আছেন, যাঁরা রাজনীতিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন। তাঁদের চিহ্নিত করে আগে দূর করতে হবে।''।পাশাপাশি, জয় প্রজাশের মতো যারা দলের ভিতরে থেকে দলটাকে নষ্ট করছে, তাদের চিহ্নিত করার কাজও দল শুরু করেছে বলেও জানান লকেট দেবী। তার সাফ জবাব, সবাই বুঝতে পারছে, দলের ভেতর থেকে কারা দলটাকে নষ্ট করছে। কারা তৃণমূলের সঙ্গে সেটিং করে চলছে।
এমনকি, বিজেপি ছেড়ে দেওয়ার পরও দলের হোয়াটস্অ্যাপ গ্রুপে কিছু নেতা থেকে গিয়েছে। এবং তারাই দলের ভেতরের খবর পাচার করছে। এদের দল চিহ্নিতও করে ফেলেছে।এদিকে,জয় প্রকাশের পর লকেটও তৃণমূল মুখী? এমন জল্পনা রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছিল। এবার সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন লকেট নিজেই। এছাড়া বিজেপি নেতা সায়ন্তন বসু,রাজু বন্দ্যোপাধ্যায়রাও ফের রাজ্য বিজেপিতে সক্রিয় হচ্ছেন তারও ইঙ্গিত মিলল এদিন।এখন দেখার তৃণমূল মুখী বিজেপি নেতার সারি তিন- চারেই থমকে থাকে না এই সারির সংখ্যা আরও বাড়ে? তার হিসেব নিকেশ চলছে দুই শিবিরেরই।
👁️দেখুন 🎦ভিডিও। 👇