নজরে ভোট

ভারত মালা প্রকল্পে জামসেদপুর থেকে ঝিলিমিলি হয়ে বাঁকুড়ার রাস্তা ডাবল লেনে রুপান্তরের জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতীন গড়কড়ির কাছে দরবার সুভাষ সরকারের।

ভারত মালা প্রকল্পে জামসেদপুর থেকে ঝিলিমিলি হয়ে বাঁকুড়ার রাস্তা  ডাবল লেনে রুপান্তরের জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতীন গড়কড়ির কাছে দরবার সুভাষ সরকারের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার ভারত মালা পরিযোজনায় এবার বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের সাথে ইস্পাত নগরী জামসেদপুরের সড়ক যোগাযোগ আরও উন্নত করতে জামশেদপুর থেকে পটমদা,বান্দোয়ান, ঝিলিমিলি, রানিবাঁধ ও খাতড়া হয়ে বাঁকুড়া পর্যন্ত বিস্তীর্ণ রাস্তা ডাবল লেন করার প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী নিতীন গড়কড়ির কাছে দরবার করেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। সুভাষ বাবু বাঁকুড়া ২৪X৭ কে জানান,ভারত মালার অন্তর্গত ঝিলিমিলি থেকে বাঁকুড়ার রাস্তার বিস্তৃতকরন হবে জামশেদপুর থেকে পটমদা, বান্দোয়ান, ঝিলিমিলি, রানিবাঁধ খাতড়া হয়ে বাঁকুড়া পর্যন্ত।


এই রাস্তাটি ভারত মালার অন্তর্গত প্রকল্পের মাধ্যমে বিস্তৃতকরণ বা চওড়া করার প্রস্তাব ও অনুরোধ নিয়ে তিনি নীতিন গডকড়ির সাথে দেখা করেন। এবং এই বিস্তীর্ণ রাস্তা ডাবল লেনে রুপান্তরিত করার প্রস্তাব দেন।সুভাষ বাবুর সাথে এই কাজটির সফল রূপায়ণের জন্য শ্রী গড়কড়ির কাছে আর্জি জানান জামশেদপুরের সাংসদ শ্রী বিদ্যুৎ মাহাতো, ঝাড়খণ্ডের আর এক সাংসদ শ্রী চন্দ্রপ্রকাশ চৌধুরী।পাশাপাশি, ঝাড়গ্রামের সাংসদ শ্রী কুনার হেমব্রম ও পুরুলিয়ার সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর কাছে যৌথ আবেদন রাখেন। ফলে রাস্তাটি শীঘ্রই ডাবল লেনে রুপান্তরিত হবে এমন আশ্বাস মিলেছে খোদ নিতীন গড়কড়ির কাছ থেকে।


প্রসঙ্গত, এই রাস্তাটি চারটি সংসদীয় ক্ষেত্রে জামসেদপুর,পুরুলিয়া,ঝাড়গ্রাম,ও বাঁকুড়া জুড়ে বেষ্টনীর মতো রয়েছে। ভবিষ্যতে ইস্পাত নগরী জামসেদপুরের সাথে বাঁকুড়া হয়ে আর এক ইস্পাত নগরী দুর্গাপুরেরও যোগাযোগ উন্নত হবে। এছাড়া ডাবল লেন হয়ে গেলে জামসেদপুর ও বাংলার জঙ্গলমহল করিডর জুড়ে যানবাহন চলাচল আরো গতি পাবে। সেই সাথে গড়ে উঠবে শিল্প বান্ধব পরিবহন ব্যবস্থা। যা কর্মংস্থানেও নুতন দিশা দেখাবে বলে মনে করছেন জেলার বনিক মহলও। এখন দেখার এর বাস্তবায়নে কত সময় লাগে। তার ওপরই নির্ভর করছে উন্নত পরিবহন ব্যবস্থার এই উন্নীতকরন তা বলাই বাহুল্য।



Next Story