নজরে ভোট

আদালতের রায়কে অমান্য করে পাড়ায় সমাধানে জল তীর্থের কাজ,দুর্নীতির অভিযোগ তুলে ছাতনায় পথ অবরোধ বিজেপির, গ্রেপ্তার ৩।

আদালতের রায়কে অমান্য করে পাড়ায় সমাধানে জল তীর্থের কাজ,দুর্নীতির অভিযোগ তুলে ছাতনায় পথ অবরোধ বিজেপির, গ্রেপ্তার  ৩।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আদালতের স্থিতাবস্থার নির্দেশ অমান্য করে প্রায় ১ কোটি ৪২ লাখ টাক ব্যায়ে ছাতনার বাঁকাপাড়া পুকুরে সেচের কাজের টেন্ডার দেওয়ার প্রতিবাদে ছাতনায় পথ অবরোধ কর্মসুচীতে সামিল হল বিজেপি।এদিন,দুবরাজপুর মোড়ে বিজেপি নেতা জীবন চক্রবর্তীর নেতৃত্বে পথ অবরোধ চলে। সেচ দপ্তর পাড়ায় সমধানে জলতীর্থ ও মাটির সৃষ্টি প্রকল্পে এই পুকুরের কাজের টেন্ডার দেয়।এই টেন্ডার কে কেন্দ্র করেই তৈরি হয়েছে জোর বিতর্ক। টেন্ডারে কাটমানি ইস্যুতে শাসক দলের নেতা থেকে ছাতনা থানার আই,সি ও ঠিকাদারের যোগসাজশের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি,ছাতনা ১ নাম্বার,২ নাম্বার ও ঘোষেরগ্রাম অঞ্চলে অবিলম্বে পানীয় জল সরবরাহ চালুর করার দাবীও ওঠে এদিন।

বিজেপি নেতা জীবন চক্রবর্তীর সাথে ছাতনা থানার আই,সি 'র মধ্যে বাদানুবাদ চরমে ওঠে। এমন কি জীবন বাবু আই,সি কে বিবস্ত্র করারও হুমকী দেন। আর এই নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক শিষ্টাচার নিয়েও প্রশ্ন তুলেছে। এই ইস্যুতে বিজেপি নেতা জীবন চক্রবর্তী ও স্থানীয় তৃণমুল নেতা মাধব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলে জোর রাজনৈতিক তর্জাও।এদিন,বিজেপির এই পথ অবরোধের জেরে দুবরাজপুর মোড়ে বেশ খানিকক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিলে ফের যান চলাচল স্বাভাবিক ছন্দে ফেরে৷ এবং বেআইনি জমায়েত ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিকেলে বিজেপি নেতা জীবন চক্রবর্তী সহ তিন জনকে গ্রেপ্তার করে ছাতনা থানার পুলিশ।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story