নজরে ভোট

বাঁকুড়া২৪X৭ বিধানসভার ফল ঘোষণার সাথে,সাথে জানিয়েছিল জেলা থেকে মন্ত্রী হচ্ছেন জ্যোৎস্না মান্ডি। আজ তিনি শপথ নিলেন।

বাঁকুড়া২৪X৭ বিধানসভার ফল ঘোষণার সাথে,সাথে জানিয়েছিল জেলা থেকে মন্ত্রী হচ্ছেন জ্যোৎস্না মান্ডি। আজ তিনি শপথ নিলেন।
X

বাংলায় মা,মাটি মানুষের সরকারের হ্যাট্রিক। সোমবার এই সরকারের মন্ত্রীরা শপথ নিলেন। এবারও বাঁকুড়া জন্য বরাদ্দ একটি প্রতিমন্ত্রীর পদ। বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি এদিন রাজ্যভবনে শপথ নিলেন। তিনি নুতন মুখ হিসেবেই শপথ নেন। আজ নবান্নে ক্যাবিনেট মিটিংয়ের পর দপ্তর বন্ঠন করা হয়। জ্যোৎস্না মান্ডি খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।


প্রসঙ্গত,বাঁকুড়া২৪X৭ বিধানসভার ফল ঘোষণার দিনই আগাম জানিয়ে দিয়েছিল যে, জ্যোৎস্না মাণ্ডি তৃতীয় তৃণমূল সরকারে মন্ত্রী হচ্ছেন। তা অবশেষে সত্যি হল।আমরা যে সুত্র মারফত খবর পেয়েছিলাম তা যথেষ্ট নির্ভরযোগ্য থাকায়, আমরা সবার প্রথম এই খবর ব্রেক করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রীসভায় যে ৯ জন প্রতিমন্ত্রী শপথ নিলেন তাদের মধ্যে অন্যতম জ্যোৎস্না মান্ডি।

জ্যোৎস্না দেবী জঙ্গলমহলের রানীবাঁধ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন।তিনি শপথ গ্রহণের পর জানান, বাংলার মানুষের জন্য তিনি কাজ করবেন। এবং জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়ন করেছেন। এবার আরও উন্নয়ন হবে। জঙ্গলমহলের উন্নয়নে আরও বেশী করে গুরুত্ব দেবেন তিনি।

খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে জ্যোৎস্না মান্ডি দায়িত্ব পাওয়ার সাথে,সাথে জেলার জঙ্গলমহল জুড়েও খুশীর হাওয়া। এলাকার মানুষের আশা এবার প্রত্যন্ত এলাকায় গণ বন্ঠন ব্যবস্থা আরও উন্নত হবে। আদিবাসী পরিবারগুলিও রেশন ব্যবস্থার সুফল পাবেন।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story