নজরে ভোট

জঙ্গলমহলকেই কেন কার্যকর্তা বৈঠকের জন্য বেছে নিয়েছেন অমিত শাহ? এর নেপথ্য কারণ কি? জানালেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।

জঙ্গলমহলকেই কেন কার্যকর্তা বৈঠকের জন্য বেছে নিয়েছেন অমিত শাহ? এর নেপথ্য কারণ কি?  জানালেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলকে পাখির চোখ করে এবার বিধানসভা ভোটের ঘুটি সাজাতে ময়দানে নেমে পড়লেন বিজেপির শীর্ষনেতা অমিত শাহ। গত লোকসভায় রাজ্যের জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাংকের একটা বড়োঅংশ বিজেপির পক্ষে ভোট দিয়েছিলেন। তারপর থেকে আদিবাসী ভোট ব্যাঙ্ককে বিধানসভা ভোটেও নিজেদের অনুকূলে আনার ওপর যেমন বেশী গুরুত্ব দিচ্ছেন,তেমনি সধারণ ভোটারদেরও বিজেপি মুখী করতে সমান গুরুত্ব দিতে চান তিনি। তাই জঙ্গলমহলের সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের সাথে এদিন রবীন্দ্র ভবনে খোদ অমিত শাহ কথা বলে পুরো জঙ্গলমহলের হাল হকিকত জেনে নেবেন। বরাবরই তিনি নিজেব্যক্তিগত ভাবে রাজ্যের জঙ্গলমহলের খোঁজ খবর নিয়মিত রাখেন। এবার নিজে জঙ্গলমহলের মানুষ ও এখানকার দলের কার্যকর্যাদের সাথে বৈঠক করে এখাকার সার্বিক চিত্র জেনে সেই মতো বিধানসভা ভোটের রণ কৌশল বাতলে দেবেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জঙ্গলমহলের পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের এই জঙ্গল মহল সফরের কারণ ব্যক্ত করলেন।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story