নজরে ভোট

তৃণমূল -,বিজেপি সংঘর্ষ, তৃণমূল পার্টি অফিসে ভাঙ্গচুর, প্রতাপপুরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

তৃণমূল -,বিজেপি সংঘর্ষ, তৃণমূল পার্টি অফিসে ভাঙ্গচুর, প্রতাপপুরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জেলার ওন্দা বিধানসভার প্রতাপপুর গ্রাম জুড়ে৷ ওন্দা বিধানসভার মধ্যে পড়া প্রতাপপুর যদিও বাঁকুড়া সদর থানার অধীনে পড়ে এবং বাঁকুড়া দুই নাম্বার ব্লক।বিধানসভা ভোটে ওন্দায় বিজেপি জয়ী হওয়ায়র পর থেকেই এই গ্রামে তৃণমূল ও বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা ছিল। গত কয়েকদিন তা নানা অছিলায় বাড়তে থাকে। ওঠে একশো দিনের কাজের ইস্যুও। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে বচসা থেকে উত্তেজনা চরমে ওঠে এবং একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং দুইপক্ষের কয়েকজন আহতও হন। খবর পেয়ে গ্রামে পৌছয় বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক জনকে আটকও করে পুলিশ।

এদিকে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে চড়াও হয়ে বিজেপির লোকজন পার্টি অফিসে বেপরোয়া ভাঙ্গচুর চালায় বলে তৃণমূল অভিযোগ তুলেছে। এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে দুই শিবিরেই চলছে জোর চাপান উতোর। গ্রামের পরিস্থিতি সামাল দিতে সক্রিয় রয়েছে পুলিশ। গ্রামে রয়েছে পুলিশ পিকেটও। এদিকে দুই দলের লড়াইয়ে মধ্যে পড়ে কোভিড আবহে চরম আতঙ্কে রয়েছেন গ্রামের আম জনতা। তার জেলা প্রশাসনের কাছে গ্রামে শান্তি শৃঙখলা বজায় রাখার আবেদন রেখেছেন। গ্রামের বুদ্ধিজীবীদের দাবী, কোভিড মহামারীর আবহে গ্রামে এই আশান্তি ঠেকাতে সর্ব দলীয় বৈঠকের উদ্যোগ নিক জেলা প্রশাসন। এখন দেখার প্রশাসন কি ভুমিকা নেয়। তার ওপরই নির্ভর করছে প্রতাপপুরের ভবিষ্যত!

👁️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story