মইদুল মৃত্যু,পরিবারকে শহীদ তহবিল থেকে সাহায্য,মেয়েদের পড়ার ভার দলের, চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : যুব ফেডারেশনের কর্মী মইদুলের পুলিশের লাঠির আঘাতে মৃত্যুর দাবী করে,ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল সারা জেলা। কোথাও থানা ঘেরাও,কোথাও পথ অবরোধ তো কোথাও মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পুড়িয়ে বিক্ষোভে সামিল হয় বামেদের যুব, ছাত্র সংগঠন এবং দলীয় কর্মীরা।পাশাপাশি, এই বিক্ষোভে সামিল হন নেতারাও।
অন্যদিকে, মৃত মইদুলের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ছিলেন সিপিএমের দলের শীর্ষ নেতৃত্বরা। এদিকে, পেশায় অটো চালক মইদুল ছিল পরিবারের একমাত্র রোজগেরে। তাই তার মৃত্যুতে কি করে দিন গুজরান হবে তা নিয়ে চিন্তায় মইদুলের স্ত্রী আলেয়া বিবি।
যদিও, সিপিএম তাদের দলের শহীদ তহবিল থেকে আর্থিক সাহায্য করার পাশাপাশি, মইদুলের দুই মেয়ে ও তার কাছে মানুষ হয়ে ওঠা এক ভাগনীর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মইদুলের পরিবার চাইলে, পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।
দেখুন 🎦 ভিডিও। 👇