বেলিয়াতোড়কে ব্লক হিসেবে স্বীকৃতির দাবীতে গণ অবস্থান এলাকাবাসীর।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অনিকেত বাউরী,বেলিয়াতোড়) : বিধানসভা ভোটের আগে বেলিয়াতোড়কে ব্লক হিসেবে স্বীকৃতির দাবীতে আন্দোলনে নমলেন এলাকার বাসিন্দারা। বেলিয়াতোড় থানার অন্তর্ভুক্ত যে ছয়টি অঞ্চল রয়েছে সেই অঞ্চল গুলিকে নিয়ে ব্লক গঠনের দাবী জানিয়ে এর আগে এলাকার বাসিন্দারা গণ স্বাক্ষর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তাদের দাবীপত্র পাঠিয়েছেন। আজ সেই দাবীর সপক্ষে আন্দোলন জোরদার করতে বেলিয়াতোড় মোড়ে গণ আবস্থানে বসেছেন স্থানীয় নাগরিকরা। প্রসঙ্গত,বর্তমানে বেলিয়াতোড় বড়জোড়া ব্লকের অধীনে রয়েছে।
এলাকাবাসীর দাবী,বেলিয়াতোড় থানা এলাকায় এখন অনেক বসতি বেড়েছে। বাড়ছে লোকসংখ্যাও। তাই প্রশাসনিক কাজে গতি আনতে এবং এলাকার মানুষদের হয়রানি লাঘব করতে অবিলম্বে বেলিয়াতোড় থানা এলাকাকে ব্লকের মর্যাদা দিতে হবে।
বেলিয়াতোড়,থানা উন্নয়ন সমিতির সভাপতি রাহুল সেন বলেন, সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলিয়াতোড়কে ব্লক হিসেবে ঘোষণা করুন এই দাবী এলাকার প্রতিটি নাগরিক মন থেকে চাইছেন। আর এই দাবী পূরণে প্রশাসনিক তৎপরতা যাতে শুরু হয় তার জন্যই আজকের এই গণ অবস্থান বলেও জানান তিনি।
এখন দেখার, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী বেলিয়াতোড়কে ব্লকের স্বীকৃতি দেওয়ার বিষয়ে কি ভুমিকা নেন। সেদিকেই তাকিয়ে রয়েছে বেলিতাতোড়ের বাসিন্দারা।তবে তারা হাল ছাড়বেন না বলেই পণ করেছেন।
এই পর্যায়ে এক সপ্তাহব্যাপী গণ অবস্থান চলবে। তার পরও যদি এই দাবী পূরণে গড়িমসি করে সরকার তাহলে আরো বড়ো আন্দোলনে নামবেন এলাকার নাগরিকরা তাও সাাফ জানিয়েে দিয়েছেন তারা।
নেছেনখুন 🎦 ভিডিও। 👇