নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় চলছে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম অপসারন ইস্যুতে তোপ কল্যাণের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম কে নির্বাচন কমশন অপসারন করায় নির্বাচন কমিশণের ভুমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। শহরের মাচানতলায় দলীয় কর্মসুচীতে অংশ নিতে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,
জাভেদ সামিম খুব ভালো অফিসার তাকে হটিয়ে দেওয়া দূর্ভাগ্যজনক। আসলে নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় পছন্দের অফিসার দিয়ে ভোট চালাতে চাইছে।প্রসঙ্গত, শনিবার সন্ধ্যেতে জাভেদ সামিম কে অপসারনের নির্দেশ নবান্নে পাঠায় নির্বাচন কমিশন।সামিমের স্থলাভিষিক্ত হলেন দমকলের ডিজি টি,জগমোহন।আর জগমোহনের পদের দায়িত্ব ভার পাচ্ছেন জাভেদ সামিম।
এই ইস্যুতে তৃণমূল নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছে। যদিও, বিরোধী শিবিরের দাবী জাভেদ সামিম রাজ্যের শাসক দলের খুবই ঘনিষ্ট তাই ভোটে সামিম তৃণমূলের পক্ষেই কাজ করতেন?
তা, অনুধাবন করেই সামিমকে সরিয়ে নির্বাচন কমিশন ভালো কাজ করেছে। যা রাজ্যে বিধানসভা ভোটে নিরপেক্ষতা বজায় রাখার জন্য জরুরি ছিল।
দেখুন 🎦 ভিডিও। 👇