বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী হিসেবে শ্যাম মুখোপাধ্যায়ের নামে দাদার অনুগামীদের ব্যানার!শ্যামের দাবী,এটা তৃণমূলের কাণ্ড,শ্যামকে পালটা তোপ তৃণমূলের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থীপদ ঘোষণার আগে,ভাগেই প্রার্থীর নামে ব্যানার, পোস্টার পড়ার ঘটনায় এখন শিরোনামে রয়েছে বাঁকুড়া জেলা।তবে জেলার দুই বিধানসভাতেই এমন ঘটনা ঘটেছে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী দুই নেতার ক্ষেত্রেই। প্রথমে জেলার তালডাংরায় জয়ন্ত মিত্রকে বিজেপি প্রার্থী হিসেবে উল্লেখ করে ব্যানার পড়ে দাদার অনুগামীদের নামে।
এবার একই কায়দায় শ্যাম মুখোপাধ্যায়ের নামে বিষ্ণুপুর শহর জুড়ে ব্যানার পোস্টারে ছেয়ে যায়। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং হেভী ওয়েট এই নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন। তার নামে এমন পোস্টার ও ব্যানার পড়ার ঘটনায় অবশ্য তিনি তৃণমূলকেই দুষছেন। শ্যাম বাবুর দাবী, তাকে হেয় করতেই তৃণমূলের একাংশ এই কান্ড ঘটিয়েছে। যদিও শ্যাম বাবুর দাবী ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে এই ইস্যুতে পালটা শ্যাম বাবুর বিরুদ্ধে তোপ দেগেছেন একদা তারই অনুগামী নামে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা ও বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়।
এদিন সাত সকালেই বিষ্ণুপুর শহরে এমন ব্যানার, পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এই কান্ড কারা ঘটাল তা নিয়েও নানা জল্পনা চলতে থাকে পুরবাসীদের মনে। তবে এই ঘটনার কারা ঘটিয়েছে তা এখনও অধরা থাকলেও ঘটনার জেরে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে তা বলাই বাহুল্য।
দেখুন 🎦 ভিডিও।👇