Home > নজরে ভোট > কৃষি আইন বাতিলের দাবীতে ওন্দায় বামেদের পথ অবরোধে সেনাবাহিনীর সাথে বচসা ঘিরে উত্তেজনা।
কৃষি আইন বাতিলের দাবীতে ওন্দায় বামেদের পথ অবরোধে সেনাবাহিনীর সাথে বচসা ঘিরে উত্তেজনা।
BY Admin14 Dec 2020 11:04 PM IST
X
Admin14 Dec 2020 11:10 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে এবং ১৬ ডিসেম্বরের রাজভবন অভিযান কর্মসুচীকে সামনে রেখে আজ বামেদের ওন্দার পথ অবরোধে সেনাবাহিনীর সাথে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। অবরোধ হটানোর জন্য হুইপ দিয়ে থাকেন ওই সময় ৬০ নাম্বার জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়া সেনাবাহিনীর সদস্যরা। অবরোধে সেনা বাহিনীর সওয়ারী গাড়ী আটকে পড়ায় অবরোধকারীদের সাথে বচসা চরমে ওঠে। কিচ্ছুক্ষণ পর অবশ্য অবরোধ শিথিল করলে সেনা বাহিনী তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
এদিকে, ডিওয়াইএফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায় জানান ছাত্র,যুব, শ্রমিক, কৃষক সংগঠন গুলি দিল্লীর কৃষকদের আন্দোলনের সমর্থনে এই অবরোধ কর্মসুচীতে সামিল হয়েছেন।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story