সায়ন্তিকাকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে শম্পা অনুগামীদের বিক্ষোভে উত্তাল শহর,দলকে অল আউট আক্রমণ শম্পার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার তৃণমূলেএ প্রার্থী পদ ঘোষণা কে কেন্দ্র করে বিক্ষোভ ও পথ অবরোধকে কেন্দ্র করে উত্তাল হল বাঁকুড়া শহর। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে ঘোষণার প্রতিবাদে বিদায়ী বিধায়িকা শম্পা দরিপার অনুগামীরা তুমুল বিক্ষোভ দেখালেন। পথ অবরোধ করে, সায়ন্তিকা গো -ব্যাক ধ্বনি দিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন।
তাদের দাবী বাঁকুড়া তার মেয়ে শম্পা দেবীকেই প্রার্থী হিসেবে চায়।বহিরাগত সায়ন্তিকা কে তারা কিছুতেই মেনে নেবেন না এমনকি তারা সায়ন্তিকা কে বাঁকুড়া শহরে ঢুকতে বাধা দেবেন বলেও এদিন হুমকী দেন। আজ বিকেলে শম্পার প্রার্থী পদে নাম না থাকার জেরে ফুঁসছিলেন শম্পার অনুগামীরা। ক্ষোভ চেপে রাখতে পারেন নি শম্পা দেবীও। তার ফেসবুক ফ্যান পেজে শম্পা দেবীর যে ভিডিও বার্তা প্রকাশ করা হয় তাতে তিনি দলকে একহাত নেন।
এবং তার প্রতি লোকসভা ভোটে প্রার্থী পদে তার নাম থাকলেও সুব্রত মুখোপাধ্যায় কে প্রার্থী করে যে দল করেছিল, তার পুনরাবৃত্তি ঘটল আজ এমন অবিযোগ তুলে প্রায় কেঁদেই ফেলেন তিনি। তার এই ভিডিও বার্তা দেখে অনুগামীরা ঠিক করেন প্রতিবাদে পথে নামবেন তারা। এবংং রাতে তারা প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন। এদিকে,শম্পা দেবীও দল তাকে প্রার্থী না করায় দলের বিরুদ্ধে কার্যত অল আউট আক্রমণ শানালেন। টিম পিকের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এখন দেখার শেষে ঘাস ফুল শিবির ছেড়ে অন্য দলে পা বাড়ান কিনা? যদিও তা নিয়ে এই মুহূর্তে তিনি কোন মন্তব্য করতে চাননি। তবে ইঙ্গিতে স্পষ্ট আভাস মিলেছে, যে প্রয়োজনে দল ছাড়তে পারেন তিনি।
প্রসঙ্গত,এর আগের বিধানসভায় তিনি বাম -কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। তবে কাগজে কলমে তিনি কংগ্রেস বিধায়ক হলেও তিনি বাস্তবে তৃণমূল কংগ্রেসে নাম লেখান। এবং তৃণমূল নেত্রী হিসেবে ক্সজো করে আসছিলেন। তিনি তাই ভেবেও ছিলেন তাকেই এই কেন্দ্রে প্রার্থী করবে দল। কিন্তু তার আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। আর এতেই দলের ওপর রেগে খাপ্পা শম্পা দেবী।
অন্যদিকে,শম্পা দেবীর দলবদলের ইউএসপিই এখন তাকে বিড়ম্বনায় ফেলতে পারে বলে মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা। তাদের অভিমত তার দলবদলের রেকর্ড দেখে বিজেপি বা বাম,কংংগ্রেসের সংযুক্ত মোর্চা তাকে প্রার্থী পদ দিতে সহযে রাজি হবে না। সেক্ষেত্রে শেষে নির্দল প্রার্হী হিসেবে দাঁড়িয়ে সায়ন্তিকা যাত্রা ভঙ্গ করতে শম্পা দেবী ময়দানে নেমেন কিনা তা সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। এখন দেখার স্বয়ং শম্পা দেবী নিজে কোন পথে পা বাড়ান? সে দিকেই নজর থাকল শহরবাসীর।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇