নজরে ভোট

বাঁকুড়া জেলায় সমানে,সমানে টক্কর বিজেপি-তৃণমূলে! জেনে নিন এই মূহুর্তের তাজা ট্রেন্ড।

বাঁকুড়া জেলায় সমানে,সমানে টক্কর বিজেপি-তৃণমূলে! জেনে নিন এই মূহুর্তের তাজা ট্রেন্ড।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : এই সবে গণনা কয়েক রাউন্ড গড়িয়েছে। যে ট্রেন্ড জেলায় এখন নজরে পড়ছে, তাতে সমানে,সমানে টক্কর দিচ্ছে বিজেপি - তৃণমূল দুই শিবির। তবে সংযুক্ত মোর্চা তথা বামেরা এবার কার্যত জেলায় একেবারে ভিত্তি হারিয়েছে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে প্রাথমিক ট্রেন্ড থেকেই।


এখন পাওয়া খবর অনুযায়ী জেলাতে বিজেপি ও তৃণমূল ৬ টি করে আসনে এগিয়ে আছে। বিজেপি বড়জোড়ায় এগিয়ে ৭৪০ ভোটে। ছাতনায় ১,৪৫৭ ভোটে এগিয়ে বিজেপি। ইন্দাসে বিজেপি প্রার্থী ৪,৯৫১ ভোটে এগিয়ে আছেন বলে খবর। কোতুলপুরে ২,৩৯৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী এগিয়ে আছেন ওন্দাতেও। ওন্দায় এগিয়ে ১.৬০৫ ভোটে। বিষ্ণুপুর বিধানসভাতেও বিজেপি এগিয়ে ১,২৮৯ ভোটে বলে খবর

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বাকী ছয় আসনে এগিয়ে। বাঁকুড়ায় সায়ন্তিকা এগিয় ৪৫ ভোটে। রাইপুরে তৃণমূল প্রার্থী সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মূ ৭,৮১২ ভোটে এগিয়ে আছেন। রানীবাঁধে তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন ১৩৪৪ ভোটে। শালতোড়ায় বিজেপিকে টপকে ১০৪৮ ভোটে এগিয়ে গেছে তৃণমূল।


সোনামুখীতে তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা ১৯৪৭ ভোটে এগিয়ে আছেন। পাশাপাশি, তালডাংরা কেন্দ্রে জিলা পরিষদের মেন্টর তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরুপ চক্রবর্তী এগিয়ে আছেন ৬১৮ ভোটে। আরও তাজা আপডেটের জন্য নজর রাখুন পরবর্তী সংবাদে।



Next Story