Home > নজরে ভোট > নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার সীমান্ত এলাকায় দিবারাত্রি নাকা চেকিং জেলা পুলিশের।
নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার সীমান্ত এলাকায় দিবারাত্রি নাকা চেকিং জেলা পুলিশের।
BY Admin1 March 2021 11:41 PM IST
X
Admin1 March 2021 11:47 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (সৈয়দ মফিজুল হোদা,ইন্দাস) : নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার সীমান্ত এলাকায় দিবারাত্রি নাকা চেকিং শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ।বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার সীমান্ত এলাকায় বাগিচাবাগ চেকপোস্টে পুলিশের এই নাকা চেকিং চলছে দিবারাত্র।
বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাসের নেতৃত্বে আজ বিশেষ নাকা চেকিং চালানো হয় বাগিচাবাগে।
যাতায়াতের পথে যানবাহন থামিয়ে পুলিশি তল্লাশিও চলছে লাগাতর।অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বস জানান,নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে এই সীমানাবর্তী এলাকায় দিবারাত্রি বিশেষ নাকা চেকিং চালানো হচ্ছে।মুলত নির্বাচনে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই নাকা চেকিং এর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story