কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার, আজ সন্ধ্যেতেই ঘোষণা।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ সন্ধ্যেতে বাঁকুড়াবাসীর চোখ থাকবে টিভির পর্দায়। কারণ আজ সন্ধ্যে ছটা নাগাদ নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার মেগা রদবদল। আর এই রদবদলের জেরে এবার বাঁকুড়া থেজে কেন্দ্রীয় মন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হচ্ছেন বাঁকুড়া লোকসভার সাংসদ ডাঃ সুভাষ সরকার। এখন যেহেতু কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন দেশের স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। তাই তার স্থলাভিষিক্ত হওয়ারও জোর সম্ভাবনা সুভাষ সরকারের। যেহেতু তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার নয়। এছাড়াও বাংলার বিভিন্ন প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন তাদের কোন একজনের স্থলাভিষিক্ত হতে পারেন সুভাষ বাবু। তবে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন এটা স্থির হয়ে গেছে।
সুভাষ বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকেও উপস্থিত ছিলেন। সুভাষ বাবু সহ বাংলা থেকে চার জন ঠাঁই পাচ্ছেন মন্ত্রী সভায়। বিধানসভায় বাঁকুড়া জেলায়১২ আসনের মধ্যে জঙ্গলমহলের তিনটি আসন ছাড়া বাকী ৯ টিতেই জয়ী হয় বিজেপি। তাই বাঁকুড়া তথা জঙ্গলমহলের প্রতিনিধি হিসেবে একজনকে মন্ত্রী সভায় জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে। সেই মতো ডাঃ সুভাষ সরকারকেই মনোনীত করে দল। আজ সন্ধ্যেতেই ঘোষণা হবে এই মন্ত্রীসভার ঘোষণা।