প্রায় আড়াই কিমি দূরে ভিন গাঁয়ে বুথ,প্রতিবাদে ভোট বয়কট করলেন তালডাংরার ভালুকবাসা গ্রামের প্রায় সাড়ে ছয়শো ভোটার।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :(অভিজিৎ ঘটক,তালডাংরা) : ভিন গাঁয়ে বুথ। দুরত্ব প্রায় আড়াই কিমি। তাই ভোটের ছয় মাস আগে নিজেদের গ্রামে বুথের জন্য আবেদন জানিয়েছিলেন জেলাশাসকেএ কাছে। এমনকি আবেদন জানিয়েছিলেন নির্বাচন কমিশনেও। তবুও সমস্যা মেটেনি।
তাই ভোটের দিন আর আড়াই কিমি দূরে গিয়ে ভোট দিলেন না জেলার তালডাংরা বিধানসভার ভালুকবাসা গ্রামের প্রায় সাড়ে ছয়শো ভোটার। এই গ্রামের পার্শ্ববর্তী রাঙ্গামাটি গ্রামের ৪৩ নাম্বার বুথে ভালুকবাসার বাসিন্দাদের জন্য ভোট গ্রহণের ব্যবস্থা ছিল এবারও। বরাবর এই বুথেই ভোট দিয়ে আসছেন ভালুকবাসার বাসিন্দারা। ভোটার আছেন প্রায় সাড়ে ছয়শো জন।
কিন্তু এবার আর তারা বুথমুখী হলেন না। উলটে ভোটের দিন প্ল্যাকার্ড হাতে আদের নিজের গ্রামে বুথের দাবী তুলে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সামিল হলেন ভোট বয়কটে। ভোটের দিন দিনভর চলল এই বিক্ষোভ।
প্রশাসনিক কর্তারা গ্রামে গিয়ে আবেদন করলেও ভোট বয়কটে অনড থাকেন গ্রামের সাড়ে ছয়শো ভোটার। এখন দেখার এই ভোট বয়কটের পর প্রশাসন এই গ্রামে বুথ চালুর দাবী মেটাতে কি ভুমিকা নেয়?
👁️দেখুন 🎦 ভিডিও। 👇