ভোট গণনার আগে মন্দিরে প্রার্থনা সায়ন্তিকার,আছে টেনশন ! যেমনটা হত ছোটবেলায় ক্লাস পরীক্ষার রেজাল্টের আগে।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাত পোহালেই ভোটের রেজাল্ট। তার আগে শহরের মন্দিরে,মন্দিরে প্রার্থনা সারলেন সায়ন্তিকা। এমনকি সঙ্কট মোচন হনুমানের মন্দিরে চাইলেন আশীর্বাদ। শহরের চাঁদমারী ডাঙ্গা সহ আরো ৫ টি মন্দিরে প্রণাম সারেন তৃণমূলের এই তারকা প্রার্থী।এই সময় সাংবাদিকদের কাছে তিনি গণনার আগে তার কেমন অনুভূতি, তা শেয়ার করেন।
সায়ন্তিকা জানান এটা ঠিক ছোটো বেলার পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগে যে টেনশন লাগত সেই সমটা যেন জীবনে আরও একবার ফিরে এল। তবে পরীক্ষা ভালো দিয়েছি । তাই রেজাল্ট ভালো হবেই। অর্থাৎ বাঁকুড়া বিধানসভা আসনে জয়ের ব্যাপার একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী। সাাংবাদিকদের কাছে এমনটাই জোর গলায় দাবী করলেন তিনি।
হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই ফলাফলের পালা। ভোটের পরীক্ষায় পাস না ফেল তা অবশ্য জানা যাবে। জীবনে ক্লাসের পরীক্ষায় বরাবর ভালো ফল করলেও এই রাষ্টবিজ্ঞানের ছাত্রী রাজনৈতিক জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষায় পাসের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার? সেদিকেই নজর রইল বাঁকুড়া বাসীর।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇