নজরে ভোট

ভোটের দিন জেলার আট বিধানসভার জন্য ১৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৫২২ রাজ্য পুলিশ মোতায়েন থাকছে।

ভোটের দিন জেলার আট বিধানসভার জন্য ১৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৫২২ রাজ্য পুলিশ  মোতায়েন থাকছে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন জেলার দ্বিতীয় দফার আট বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য এবার নিরাপত্তা ব্যবস্থা অনেকখানি জোরদার করা হয়েছে। এই আটকেন্দ্রে ভোটের দিন মোট ১৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া রাজ্য পুলিশ থাকছে ৫,৫২২ জন। ২৪১ টি সেক্টর, ১৫৯ টি কিউআরটি, ৩০টি এফএসটি, ২৭ টি এসএসটি থাকছে। পাশাপাশি,৪২ টি আরটি, ১৪ টি এইচআরএফএস ভোটের দিন কাজ করবে।


এছাড়া জেলার ৪২ টি নাকা পোস্টে চলবে নজরদারি। বিশেষ করে বর্ধমান,হুগলী,পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর সীমানায় এই নাকা,চেকিং চলব ভোটের দিন। যাতে করে বহিরাগত কেও জেলায় ভোটের দিন ঢুকে আশান্তি পাকাতে না পারে। এবং প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয় থাকছে। যা ভেদ করে বুথ জ্যাম বা ছাপ্পার মতো ঘটনা ঘটানো সম্ভব হবে না এবারের ভোটে এমনটাই মনে করা হচ্ছে।

জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান আবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আট বিধানসভায়। ১৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৫৫২২ জন রাজ্য পুলিশ থাকছেন নিরাপত্তার দায়িত্বে।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇







Next Story