আগাম আবহাওয়া

তিতলির জেরে, বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারী করল হাওয়া অফিস। পরশু পর্যন্ত ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা !

তিতলির জেরে, বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারী করল হাওয়া অফিস। পরশু পর্যন্ত ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা !
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তিতলির প্রভাবে বাঁকুড়া জেলা জুড়েও ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিল হাওয়া অফিস। এমনকি জারি করা হয়েছে হলুদ সতর্কতাও!

জেলায়, আজ থেকে আরও দুদিন অর্থাৎ পরশু পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে, জেলার আবহাওয়া দপ্তর। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, তিতলি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিনত হলেও স্বস্তি নেই রাজ্যবাসীর। রাজ্যে, এর জেরে ভারী বর্ষণের সম্ভাবনা যেমন রয়েছে,তেমনি রাজ্যের উপকূলবর্তী এলাকায় আগামী ৩৬ ঘন্টায় ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আমাদের জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এমনকি এই আশঙ্কায় বাঁকুড়াতেও হলুদ সতর্কতা জারী করে রেখেছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, পরশু পর্যন্ত 'বৃষ্টি'- অসুরের ভুমিকা নিলে সমস্যায় পড়তে হবে জেলার পুজো কমিটি গুলোকে।

তাদের শেষ মূহুর্তের মন্ডপ সজ্জায়, শেষে তিতলি জল ঢেলে দিলে, মন্ডপ শিল্পীদের প্রায় মাস দুয়েকের প্ররিশ্রম মাঠে মারা যাবে। এই আশঙ্কাও রয়েছে!

ভারী বর্ষনের আশঙ্কায় অনেক পূজো কমিটিকে বৃষ্টি ঠেকাতে বিকল্প ব্যবস্থাও নিতে হচ্ছে মন্ডপ বাঁচাতে।

তাই পূজো কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ!

তবে, আশার কথা,পরশু'র- পর দুর্যোগ কেটে যাবে?

এমন আভাষ দিয়েছে জেলার আবহাওয়া দপ্তর। ফলে, খানিকটা হলেও জেলাবাসীর স্বস্তি মিলবে হাওয়া অফিসের এই আগাম বার্তায় তা বলাই বাহুল্য।

Next Story