মল্লভুম বিষ্ণুপুর

আবাসের সমীক্ষক দলকে ঘিরে তুমুল বিক্ষোভ কোতুলপুরে,কাজ শেষ না করেই পিছু হটল সমীক্ষক দল।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে,গ্রামের মানুষ প্রকৃত তথ্য সম্পর্কে ভুল বোঝার জন্য বিক্ষোভ দেখান।তাদের বুঝিয়ে ফের সমীক্ষার কাজ শুরু করা হবে।

আবাসের সমীক্ষক দলকে ঘিরে তুমুল বিক্ষোভ কোতুলপুরে,কাজ শেষ না করেই পিছু হটল সমীক্ষক দল।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আবাসের সমীক্ষা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়ল সমীক্ষক দল। মঙ্গলবার জেলার কোতুলপুর ব্লকের গোগড়া ক্ষেত্রপাল এলাকার এই ঘটনার জেরে সারা জেলা জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।এলাকার বাসিন্দাদের দাবি,এই এলাকায় প্রায় শতাধিক পরিবার মাটির কাঁচা বাড়িতে বসবাস করেন। অথচ সমীক্ষকদের তালিকায় মাত্র ১৭ জনের নাম রয়েছে।আর এর জেরেই স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয় সমীক্ষক দলকে। গ্রামবাসীদের অভিযোগ, যারা বিত্তবান কিংবা একবার আবাস প্রকল্পে ঘর পেয়েছেন তাদের নামই সমীক্ষার তালিকায় উঠেছে। সমীক্ষকদলের অ্যাপে যে নাম গুলি রয়েছে তাতে বিস্তর অসঙ্গতি রয়েছে!তার প্রতিবাদেই গ্রামবাসীরা এদিন বিক্ষোভ দেখান। তুমুল বিক্ষোভের মুখে পড়ে সমীক্ষক দল সমীক্ষার কাজ বন্ধ করে পিছু হটেন।

এদিকে,কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান,কোহিনূর খাতুন মিদ্যার পালটা দাবি,যেহেতু অ্যাপের মাধ্যমে এই সমীক্ষা হচ্ছে তাই,যাদের নাম তালিকায় আছে,কেবল তাদের বাড়িতেই সমীক্ষক দল পৌঁছাচ্ছেন।এক্ষেত্রে, বিশদ তথ্য একনাত্র ব্লক অফিসেই মিলতে পারে। এই সমীক্ষার তালিকা তৈরি নিয়ে তিনি তথ্য দিতে যে অপারগ তা,কার্যত স্বীকার করে নেন তিনি। এদিকে,বিক্ষোভের মুখে পড়ে চারজনের সমীক্ষক দল পিছু হটতে বাধ্য হন। তারা সমীক্ষার কাজ শেষ না করেই ফিরে আসেন। যদিও, স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে,গ্রামের মানুষ প্রকৃত তথ্য সম্পর্কে ভুল বোঝার জন্য বিক্ষোভ দেখান।তাদের বুঝিয়ে ফের সমীক্ষার কাজ শুরু করা হবে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story