শহর বাঁকুড়া

আজ বিকেল এমপি কাপ টি- ২০ টুর্নামেন্টের উদ্বোধনে শহরে মহারাজ সৌরভ গাঙ্গুলি,তামলীবাঁধ মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।

আজ বিকেল এমপি কাপ টি- ২০ টুর্নামেন্টের উদ্বোধনে শহরে মহারাজ সৌরভ গাঙ্গুলি,তামলীবাঁধ মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তার পরই শহরে পা রাখবেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী। বাঁকুড়া শহরের তামলিবাঁধ মাঠে বাঁকুড়া এমপি কাপ টি - ২০ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। রবিবার বিকেলে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচ। আজ এই ঐতিহাসিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাঁকুড়া নাইট রাইডার্স বনাম বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কিং। আজ এই টুর্নামেন্টের প্রস্তুতি চলছে জোরকদমে। মাঠে দর্শকদের জন্য বিভিন্ন ব্লক করে দেওয়া হয়েছে। ভিআইপি বক্সের পাশাপাশি রয়েছে সাধারণ দর্শক গ্যালারিও। প্রয়াত জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে তার নামে একটি গ্যালারি নামকরণও করা হয়েছে। এই প্রথম বাঁকুড়ায় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে সৌরভ গাঙ্গুলীর মতো কোন হাই প্রোফাইল ক্রিকেটার আসছেন।

তাই, স্বাভাবিক ভাবেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। যেহেতু গ্যালারিতে সবাইকে বসার জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না,তাই মাঠের বাইরে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমেও খেলা দেখতে পাবেন জেলার ক্রিকেট প্রেমীরা। এছাড়া লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও রাখা হয়েছে। বিভিন্ন সোস্যাল মিডিয়াতে খেলা ঘরে বসেই লাইভ দেখা যাবে। উদ্যোক্তাদের পক্ষে তীর্থঙ্কর কুন্ডু বাঁকুড়া২৪X৭কে জানান, তামলীবাঁধ মাঠে শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে। এবং দাদা কে দেখার জন্য মুখিয়ে আছেন জেলার ক্রিকেট প্রেমীরা।এদিকে,প্রস্তুতি প্রায় শেষের মুখে। তবে, ভাবাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। হাওয়া অফিসের ইঙ্গিত এদিন কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তা যদি বিকেলে শুরু হয়? তখন এমপি কাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারে

। তাই জেলার ক্রিকেট প্রেমীরা প্রার্থনা শুরু করে দিয়েছেন যেন আবহাওয়া এদিন বিগড়ে না যায়। এখন দেখার শেষ অবধি হাবহাওয়া অনুকূলে থাকে কিনা।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story