শহর বাঁকুড়া

"আমরাও সমাজের সাথে আছি"- এই বার্তা দিতে ধলডাঙ্গায় সরস্বতী পুজোর মন্ডপ থেকে দুস্থদের বস্ত্র দান করলেন বৃহন্নলারা।

বৃহন্নলা সমাজের গুরুমা মনি মাসি বলেন,আমরা আমাদের পেশাগত বিদ্যা দিয়ে যে টাকা অর্জন করি, তা দিয়ে নিজেদের চাহিদা পূরণ হওয়ার পর, যা বেঁচে থাকে তা মানুষের সেবায় খরচা করার চেষ্টা করি।

আমরাও সমাজের সাথে আছি- এই বার্তা দিতে ধলডাঙ্গায় সরস্বতী পুজোর মন্ডপ থেকে দুস্থদের বস্ত্র দান করলেন বৃহন্নলারা।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : এই সমাজের অঙ্গ তারাও।তাই, সমাজের জন্য কিছু করার তাগিদেই নিজেদের আয়ের টাকা থেকে কয়েক জন বৃহন্নলা মিলে বস্ত্রদানের কর্মসূচি নিয়ে নজর কাড়লেন সবার।পাশাপাশি, সমাজের সব স্তরের মানুষদের বার্তা দিলেন - তারাও সমাজের সাথে আছেন৷ আর তাদের এই কর্মসুচির রূপায়নে এগিয়ে এল বাঁকুড়ার ধলডাঙ্গার রাজপুত সংঘ। অন্যন্য বছরের মতো এবছরও সরস্বতী পুজোর আয়োজন করেছে রাজপুত সংঘ।এই পুজো উপলক্ষ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। সেই অনুষ্ঠানের পাশাপাশি বৃহন্নলাদের উদ্যোগে বস্ত্রদানের কর্মসুচির জন্যও মঞ্চ ছেড়ে দেন উদ্যোক্তারা। সেই মঞ্চ থেকেই দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র৷ বৃহ্নন্নলারা নিজেদের টাকায় বস্ত্র কিনে এদিন ৫০ জন দুস্থ ব্যাক্তিকে দান করেন।

তাদের এই উদ্যোগকে স্বাগত জানান আম জনতাও। বৃহন্নলা সমাজের গুরুমা মনি মাসি বলেন,আমরা আমাদের পেশাগত বিদ্যা দিয়ে যে টাকা অর্জন করি, তা দিয়ে নিজেদের চাহিদা পূরণ হওয়ার পর, যা বেঁচে থাকে তা মানুষের সেবায় খরচা করার চেষ্টা করি। আমাদের মা,বাবা, ছেলে,সন্তান বলে কিছু নেই। এই জগতের সকল মানুষই আমাদের সন্তান, আমাদের ভগবান যেভাবেই জন্ম দিয়েছে সেভাবেই আমরা একদিন চলে যাব।কিন্তু যতক্ষণ সাধ্য থাকবে মানুষের সেবা করে যাব। এই ভাবনা থেকেই এই উদ্যোগ। এমন উদ্যোগ তারা বছরের বিভিন্ন সময় নিয়ে থাকেন।তিনি ধলডাঙ্গায় থাকেন তাই এলাকার দুস্থ মানুষদের পাশে থাকতেই সরস্বতী পুজো উপলক্ষ্যে ক্লাবের ভাই ও দাদাদের সাথে নিয়ে এই বস্ত্র দানের আয়োজন করেন।

বাহুবলী নেতা,নেত্রী না হয়েও যে সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করা যায় সেই দৃষ্টান্ত স্থাপন করলেন এই বৃহন্নলারা তা বলাই বাহুল্য। মনি মাসীদের এই উদ্যোগকে কুর্ণিশ জানাচ্ছি আমরাও।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story